গেদাগাড়ীতে আইজিএ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১; সময়: ৪:৫৫ অপরাহ্ণ |
গেদাগাড়ীতে আইজিএ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে মহিলাদের জন্য আয় বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) এর ৯ম ব্যাচের টেইলারিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মাসের ৩ মাস মেয়াদী টেইলারিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র তুলে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলার সভাপতিত্বে চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে ৬ হাজার টাকার চেক এবং একটি করে সনদপত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান মহিলা ভাইস সুফিয়া খাতুন মিলি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইজিএ প্রশিক্ষক(টেইলারিং)সাহিনুর আকতার ও প্রশিক্ষক(বিউটিফিকেশন) আয়েশা আকতার লতা, অফিস সহকারি সোহেল হোসেন ও হাবিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য যে টেইলারিং এ ২৫ জন এবং বিউটিফিকেশন এ ২৫ জন মোট ৫০ জনকে ৯ম ব্যাচে ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়।

  • 196
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে