কাশিয়াডাঙ্গা বিভাগের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি কমিশনার

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১; সময়: ৩:৩৫ অপরাহ্ণ |
কাশিয়াডাঙ্গা বিভাগের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের আয়োজনে দুস্থ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় চত্বরে কাশিয়াডাঙ্গা, কর্ণহার এবং দামকুড়া থানা এলাকার পাঁচশ সকাল শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এছাড়াও উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ) আরেফিন জুয়েল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ) ডি,এম, হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার-টু-পুলিশ কমিশনার), নাজমুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা জোন) উৎপল কুমার চৌধুরী, কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইন-চার্জ এসএম মাসুদ পারভেজ, কর্ণহার থানা অফিসার ইন-চাজর্ আনোয়ার আলী তুহীন, দামকুড়া থানা অফিসার ইন-চার্জ মাহবুব আলম। আরও উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান।

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে দুস্থ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে