‘৭১ স্মৃতি সংসদের মুজিব এ্যাওয়ার্ড পেলেন পিআইও রেজাউল

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১; সময়: ৪:৪৫ অপরাহ্ণ |
‘৭১ স্মৃতি সংসদের মুজিব এ্যাওয়ার্ড পেলেন পিআইও রেজাউল

নিজস্ব প্রতিবেদক : দক্ষতা, সুষ্ঠু বন্টন ও মানবিক কাজের স্বীকৃতিস্বরুপ এ্যাওয়ার্ড পেয়েছেন রাজশাহীর পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম। ঢাকায় বেসরকারি উন্নয়ন সংগঠন ‘৭১ স্মৃতি সংসদের উদ্যোগে ‘মুজিব শতবর্ষ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ’ ও মুজিব শতবর্ষে মুজিব এ্যাওয়ার্ড-২০২০’ প্রদান অনুষ্ঠানে তাকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

‘৭১ স্মৃতি সংসদের সভাপতি এ্যাভোকেট জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিমউদ্দীন আল-আজাদ। প্রধান আলোচক ছিলেন সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও এডিশনাল এসপি কবি মো. নুরুল ইসলাম।

এ্যাওয়ার্ডপ্রাপ্ত রেজাউল করিম মানবিক সহায়তা কর্মসুচির মধ্যে শীতবস্ত্র, ঢেউটিন ও জিআর বিতরণ, সামাজিক নিরাপত্তা কর্মসুচির মধ্যে ইজিপিপি, টিআর ও কাবিখা এবং ঝুঁকিহ্রাস কর্মসুচিতে বন্যা আশ্রয় কেন্দ্র, এইচবিবি সঠিক ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুরের সুলতানাবাদ গ্রামের আলী হোসেন মৃধার ছেলে।

  • 565
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে