রাজশাহীতে দুই দোকানে অগ্নিকান্ড, আহত ৩

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১; সময়: ৪:৪৩ অপরাহ্ণ |
রাজশাহীতে দুই দোকানে অগ্নিকান্ড, আহত ৩

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নগরীতে দুই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর ভদ্র্র্রা ভাঙাড়িপট্টির দুই দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আইরন স্টোরের শান মেশিনের ফলকার আগুন পরিত্যক্ত বডি স্প্রে বোতলে পড়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এক কিশোরসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- নগরীর বারো রাস্তার মোড় এলাকার আইনুল হকের ছেলে আলী হোসেন (৩০), নগরীর মিজানের মোড় এলাকার সেলিম হোসেন (২৪) ও কিশোর মিরাজ (১৩)। আলী হোসেন ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে দোকান খোলার পর বিউটি আইরন স্টোরের মালিক আলী হোসেন ও তার শ্যালক মিরাজসহ সেলিম নামের অপর এক কর্মচারী শান মেশিনে কাজ করছিলেন। এ সময় শান মেশিনের ফলকার আগুন পরিত্যক্ত বডি স্প্রে বোতলে পড়ে। এতে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাশের দোকানের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শান মেশিনের ফুলকার আগুন পরিত্যক্ত বডি স্প্রে বোতলে পড়ে। এতে আগুনের সূত্রপাত হয়। আহত তিনজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

  • 84
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে