মোহনপুরে পুকুর থেকে মাছ চুরির অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১; সময়: ৭:৪০ অপরাহ্ণ |
মোহনপুরে পুকুর থেকে মাছ চুরির অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের বড়দেওপুর মৌজা দেওপুর এলাকায় অভিনব কায়দায় পুকুর থেকে ট্রাক ভর্তি মাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সিন্দুরী গ্রামের কছের আলী ছেলে লীজকৃত পুকুরের মালিক আমজাদ আলী মৃধা বাদী মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, গত শনিবার রাত্রী অনুমানিক ১ টার দিকে কে বা কাহারা বড়দেওপুর পাকা রাস্তার পার্শ্বের পুকুরে বেড়জাল নামিয়ে রুই,কাতলা, সিলভার, জাপানীসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ টন মাছ ট্রাক ভর্তি করে নিয়ে যায়। স্থানীয়দের কাছে সন্দেহ হওয়ায় তাঁরা ট্রাকটি গতিরোধ করে ওই সময় দেশীয় অস্ত্র প্রদর্শন ও বোমা ফাটিয়ে পালিয়ে যায় রবিবার সকালে চোরদের ফেলে যাওয়া ২ বস্তা মাছ পচে ভেসে উঠে।

পুকুর মালিক আমজাদ হোসেন মৃধা বলেন, তাঁর পনের বিঘার এই পুকুরে অনন্ত ৮ টন মাছ ছিল। ৫ টন মাছ চুরি হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা । রাতের আধারে সু-কৌশলে তার পুকুর থেকে মাছ চুরি করে নেওয়ায় তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।

এ ব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যব¯’া নেওয়া হবে।

 

  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে