তানোরে প্রান্তিক নারী ও কিশোরীদের নিয়ে কাজ করছে এসিডি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১; সময়: ৪:৪১ অপরাহ্ণ |
তানোরে প্রান্তিক নারী ও কিশোরীদের নিয়ে কাজ করছে এসিডি

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা তথ্য অধিকার আইন বিষয়ে সচেতন হচ্ছেন। ফলে, প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত নারীরা তাদের অধিকার বিষয়ে সচেতনতার পাশাপাশি সুবিধা পেতে শুরু করেছে।

বে- সরকারী সংস্থা এসিডির তথ্য অধিকার আইন বিষয়ক প্রকল্প নিয়ে গ্রামীন প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অধিকার আদায়ে তানোর উপজেলার চান্দুড়িয়া ও সরনজাই ইউনিয়ন এলাকার গ্রামের নারীদের সচেতন করতে কাজ করছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দলিত ও প্রান্তিক নারী ও কিশোরীর নিয়ে দল গঠন করে তাদের মধ্যে তথ্য অধিকার আইন এবং এর সুবিধা তুলে ধরে সচেতন করা হচ্ছে।

এসব দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পিছিয়ে পড়া নারী ও কিশোরীদের বেকাত্ব দুর করে কর্মসংস্থানের লক্ষে বিভিন্ন সরকারী সংস্থা সমহের সুবিধা পাওয়া না পাওয়ার বিষয়ে অবহিত করার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষ দিয়ে স্বাবলম্বী ও আত্ননির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের উপর প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে।

সংস্থার উদ্যোগে দলিত ও প্রান্তিক নারী ও কিশোরীদের দল (গ্রুপ) গঠন করার কাজ এগিয়ে চলেছে। সম্প্রতি চান্দুড়িয়া ইউপি এলাকার নামো পাড়া গ্রামের নারী ও কিশোরীদের নিয়ে চান্দুড়িয়া স্কুর এ্যান্ড হলরুমে একটি দল গঠন করা হয়েছে।

উক্ত দল (গ্রুপ) গঠন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চান্দুড়িয়া আবু বাক্কার স্কুল এ্যান কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, চান্দুড়িয়া ইউপি সচিব ওয়াখিল শেখ, এসিডি’ র তথ্য অধিকার আইন প্রকল্পের কর্মকর্তা কৃষ্ণনা বিশ্বাষসহ ইউপি নারী সদস্যাসহ গ্রামের জনসাধরন ও নারী কিশোরীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে