রাকাবের এসএমই কার্যক্রম চালুর দাবিতে স্বারকলিপি প্রদান

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১; সময়: ৮:৩০ অপরাহ্ণ |
রাকাবের এসএমই কার্যক্রম চালুর দাবিতে স্বারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক : বিগত ১০ বছর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাবিনেট কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোং লিঃ নামীয় সাবসিডিয়ারী কোম্পানী এর কার্যক্রম এবং কোম্পানীতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পদ আপগ্রেড পূর্বক পদোন্নতি নীতিমালা, ইনক্রিমেন্টসহ আর্থিক সুবিধাদি বাস্তবায়নের দাবীতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে স্বারকলিপি প্রদান করেছেন স্বাধীনতা রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিঃ কর্মকর্তা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার বেলা ১২ টায় রাজশাহী নগর ভবনে স্বাধীনতা রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিঃ কর্মকর্তা কল্যাণ পরিষদের আহবায়ক জাফরুল আলম , যুগ্ম আহবায়ক অজিজুর রহমান, রাজিব হাসান প্রতিক, রেজাউল আলম, আনছারুল ইসলাম, নূরুল আমিন, হুমায়ুন কবির, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ রাসিক মেয়র এএইচএম খায়রুজজামান লিটনের
হাতে এ স্বারকলিপি প্রদান করেন।

স্বারকলিপিতে তারা বলেন, আমরা রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিঃ এ বিগত ১৬-১৭ বৎসর যাবত কর্মরত। গত ২ জানুয়ারি ‘১২ মাননীয় প্রধানমন্ত্রী কেবিনেট মিটিং এ রাকাব-এসইসিপি প্রকল্পকে রাকাব এসএমই ফাইন্যান্সিং কোং লিঃ নামীয় সাবসিডিয়ারী কোম্পানীতে রূপান্তরের চূড়ান্ত অনুমোদন দেন। গত ১৭ এপ্রিল ‘১৪ কোম্পানীর অনুকুলে মূলধন বৃদ্ধির লক্ষ্যে বিএসইসি কর্তৃক লাইসেন্স নেওয়া হয়েছে এবং ১৯ জুলাই ‘১৩ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের অর্থ মন্ত্রনালয় থেকে কোম্পানীর কর্মকান্ড সম্প্রসারনের জন্য পেইড অফ ক্যাপিটেল হিসাবে ৫৮ কোটি টাকা বরাদ্দ দেন। কোম্পানি অনুমোদনের পূর্বে এসইসিপি প্রকল্পের মেয়াদ ৫ (পাঁচ) বছর শেষে প্রকল্পের জনবল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সঙ্গে আত্মীকরণের জন্য প্রকল্পের পরিচালক মহোদয়কে রাকাব প্রধান কার্যালয় হতে গত ২১ আগষ্ট’০৭ প্রকা/ঋওঅবি-২(৫৪)/২০০৭-২০০৮/৬৮ নং পত্রে একটি নীতিমালা তৈরীর জন্য বলা হয়। তৎকালীন প্রকল্প পরিচালক মহোদয়, প্রকল্পের জনবল রাকাবের সঙ্গে আত্মীকরণের জন্য একটি নীতিমালা তৈরী এবং একই সাথে একটি সাবসিডিয়ারী কোম্পানী গঠনের প্রস্তাব করেন। পরবর্তীতে রাকাব এর পরিচালনা পর্ষদ এসইসিপি প্রকল্পকে রাকাবের সঙ্গে আত্মীকরণের পরিবর্তে একটি সাবসিডিয়ারি কোম্পানী গঠনের প্রস্তাব অর্থমন্ত্রণালয়ে পেশ করেন।

তৎকারণে মন্ত্রীপরিষদ মিটিং এ এসইসিপি প্রকল্পকে সাবসিডিয়ারী কোম্পানী গঠনের চুড়ান্ত অনুমোদন দেন। ফলে প্রকল্পের পিএমসি (পারফর্মেন্স মনিটরিং কমিটি) বিলুপ্ত হয়ে অর্থমন্ত্রণালয়ের গাইডলাইন অনুসারে কোম্পানীর অর্থনৈতিক কর্মকান্ডের সিদ্ধান্তসহ স্বয়ংসম্পূর্ণ পরিচালনা বোর্ড গঠিত হয়েছে এবং বর্তমানে রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোং লিঃ অর্থ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একটি সাবসিডিয়ারি কোম্পানী। অথচ আইন বর্হিভূত ভাবে রাকাব এটিকে এখনও রাকাব-এসইসিপি প্রকল্প নামে অব্যহত রেখেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত সাবসিডিয়ারি কোম্পানীর কার্যক্রম বাস্তবায়ন উপেক্ষা করে রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিঃ নামে সাবডিয়ারি কোম্পানীর অনুকুলে এসএমই কার্যক্রম পরিচালনার জন্য একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গঠনের জন্য বিগত ৯ বছর ধরে অব্যাহতভাবে বাংলাদেশ ব্যাংকের নিকট লাইসেন্স আবেদন করা হয়। যার প্রয়োজন ছিল না। কারণ, রাকাব হোল্ডিং কোম্পানী বা প্যারেন্ট প্রতিষ্ঠান হিসাবে একটি আঞ্চলিক ব্যাংক, মূলধন ঘাটতি ও ২০১৪ সালের রাকাবের আইন অনুসারে এসএমই কার্যক্রম পরিচালনার লাইসেন্স আছে এবং কেবিনেট মিটিং এ অনুমোদিত সাবসিডিয়ারি কোম্পানীর কর্ম-এলাকা রংপুর ও রাজশাহী বিভাগ নির্ধারিত, যা একটি আঞ্চলিক সাবসিডিয়ারি কোম্পানী। অথচ অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান শর্ত হলো প্যারেন্ট প্রতিষ্ঠান ও সাবসিডিয়ারি কোম্পানীর কার্যক্রম সারা দেশব্যাপী হতে হবে, একই উদ্দেশ্য ও মূলধন ঘাটতি হওয়া চলবে না। ফলে অদ্যাবধি বাংলাদেশ ব্যাংক সাবসিডিয়ারি কোম্পানীর অনুকুলে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কোন লাইসেন্স দেন নাই, অধিকিন্তু বাংলাদেশ ব্যাংক, রাকাবের বারবার আবেদনের প্রেক্ষিতে বেশ কয়েক দফা (চারবার) এ ধরণের অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গঠন সমীচীন নয়/এখতিয়ার নাই মর্মে অর্থমন্ত্রণালয় ও রাকাবকে অবহিত করেন। অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স এর অজুহাতে, বিগত ১৬/১৭ বছর যাবত রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিঃ এ কর্মরত থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি, পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির আবেদন করা হলে তা প্রত্যাখান করা হয়েছে।

যেহেতু অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গঠনের জন্য বাংলাদেশ ব্যাংক এর আবশ্যকীয় শর্ত সমূহ প্যারেন্ট প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও তার সাবসিডিয়ারি কোম্পানী রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিঃ এর পক্ষে পরিপালন করা সম্ভব নয়, সেহেতু বাংলাদেশ ব্যাংকের নিকট অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠনের লাইসেন্স আবেদন করা রহিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্যাবিনেট কর্তৃক অনুমোদিত রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিঃ নামীয় সাবসিডিয়ারি কোম্পানীর কার্যক্রম দ্রুত বাস্তবায়নে আপনার হস্তক্ষেপ কামনা করছি। এবং আমাদের নিম্নোক্ত দাবি সমূহের প্রতি গুরুত্ব আরোপ করার জন্য আপনার নিকট বিনীত অনুরোধ করছি।

দাবি সমূহঃ ১) জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্যাবিনেট কর্তৃক অনুমোদিত রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিঃ
নামীয় সাবসিডিয়ারি কোম্পানীর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন।
২) কোম্পানীতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পদ আপগ্রেট পূর্বক পদোন্নতি নীতিমালা, ইনক্রিমেন্টসহ আর্থিক সুবিধাদি পরিচালনা বোর্ড কর্তৃক
দ্রুত বাস্তবায়ন।
৩) বাংলাদেশ ব্যাংকের নিকট স্বতন্ত্র অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গঠনের জন্য লাইসেন্স আবেদন রহিতকরণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে