রাজশাহীতে ছিন্নমূল মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১; সময়: ৮:৫৪ অপরাহ্ণ |
রাজশাহীতে ছিন্নমূল মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মহানগরীর ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে ব্যক্তিগত ভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে রাজশাহীর ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিক দত্ত।

বুধবার (৬ জানুয়ারি) মধ্যরাতে নগরীর ভদ্রা, রেলগেট, রাজশাহী রেলস্টেশন, নিউমার্কেট, জিরো পয়েন্ট, রাজশাহী কোট স্টেশন ও তার আশেপাশের দুইশত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

ছাত্রলীগ নেতা বলেন, সামাজিক বদ্ধতা থেকে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আমার অভিভাবকদ্বয় জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন চাচা ও ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা আপুর দিকনির্দেশনায় এই তীব্র শীতে অসহায় মানুষের কথা চিন্তা করে মধ্যরাতে রাজশাহী শহরের ফুটপাতে শুয়ে থাকা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এবং যার যার সামর্থ্য অনুযায়ী এসব মানুষ পাশে থাকা উচিত বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সম্রাট, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহুল ভট্টাচার্য, ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য বিশাল দাস, হ্যাপি মামুন, রাকিব, সঞ্জু, তারেক প্রমূখ।

  • 149
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে