আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শীতার্ত-অসহায়-দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল বুধবার (৬ জানুয়ারি) বিকেলে নগরীর উপকন্ঠ কাটাখালি এলাকার মাসকাটাদিঘীতে বিতরণের মধ্য দিয়ে এ বছর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু। সমাবেশে বক্তারা বলেন, তরুণ সমাজকে দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে। প্রতিবাদের মাধ্যমেই অধিকার আদায় করা সম্ভব। একমাত্র তরুণরাই পারে দেশে পরিবর্তন আনতে। জনগণকে স্ব স্ব অবস্থান থেকে অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতনের প্রতিবাদ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়া সম্ভব।

এ দিনের কর্মসূচিতে স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য মো. শরিফ উদ্দীন, রাকিবুল হাসান শুভ, হানিফ চৌধুরী, কাটাখালি শাখার আহবায়ক খোকনুজ্জামান মাসুদ, হরিয়ান শাখার আহবায়ক আশিফ ইকবাল সুমন, আব্দুল খালেক, মো. জাফর, শামিউজ্জামান শাওনসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

এর আগে চলতি জানুয়ারি মাসে ৫ জানুয়ারি জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১২ জানুয়ারি বঙ্গবন্ধুর বাকশাল সরকারের জেলা গর্ভনর সাবেক এমএনএ জননেতা আতাউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী, ২০ জানুয়ারি রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশ্রে ৫৪তম মৃত্যুবাষির্কী এবং ২১ জানুয়ারি দুনিয়া কাঁপানো রুশ বিপ্লবের মহানয়ক ভøাদিমির ইলিচ লেনিনের ৯৭তম মৃত্যুবাষির্কী পালন করতে মাসব্যাপী কর্মসূচি হাতে নেয় স্মৃতি পরিষদ।

এরমধ্যে মঙ্গলবার (৫ জানুয়ারি) স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আর আগামী ১২ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় প্রেসক্লাব চত্বরে সমাবেশ, ২০ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা এবং ২১ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহী প্রেসক্লাব চত্বরে স্মরণ সমাবশে অনুষ্ঠিত হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে