ভবানীগঞ্জে নৌকার পক্ষে জেলা যুব মহিলা লীগের গণসংযোগ
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১; সময়: ৭:৫২ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো: আব্কেদুল মালেক মন্ডলকে বিজয়ী করতে রাজশাহী জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা গণসংযোগ করেন। বুধবার রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন গণসংযোগে নেতৃত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর হুদা, সাধারণ সম্পাদক পারভীন আক্তারসহ জেলা ও উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
বিপাশা খাতুন বলেন, আগামী ১৬ জানুয়ারি নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবে হবে। এজন্য যুব মহিলা লীগের নেতাকর্মীদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইতে হবে।
178