বাগমারায় নৌকা প্রতীকের সমর্থনে ভবানীগঞ্জ বণিক সমিতির সভা

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২১; সময়: ৯:৩৩ অপরাহ্ণ |
বাগমারায় নৌকা প্রতীকের সমর্থনে ভবানীগঞ্জ বণিক সমিতির সভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : আসন্ন ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে ভবানীগঞ্জ বণিক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভবানীগঞ্জ পৌরসভায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত করতে বণিক সমিতির পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউ মার্কেট চত্বরে ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনের আহ্বায়ক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ৫ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বণিক সমিতির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য আব্দুল হান্নান, সানাউল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, আল-মামুন, সহ-দফতর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, সদস্য হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাড. আব্দুল মজিদ সহ ভবানীগঞ্জ বণিক সমিতির সকল সদস্য, আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।

সভায় বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের কোন বিকল্প নেই। তাই আসন্ন ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌরনির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মালেক মন্ডলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সেই সাথে মেয়র আব্দুল মালেকের সময়ে পৌরসভার যে উন্নয়ন সংগঠিত হয়েছে সে সব কথা তুলে ধরেন। আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে পৌরসভার অবশিষ্ট কাজ শেষ করতে আবারও ভোটারদের আহ্বান জানান জাহাঙ্গীর আলম হেলাল।

  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে