ভবানীগঞ্জ পৌরসভায় নৌকার পক্ষে যুবলীগের প্রচার মিছিল ও পথসভা

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২১; সময়: ৫:৩২ অপরাহ্ণ |
ভবানীগঞ্জ পৌরসভায় নৌকার পক্ষে যুবলীগের প্রচার মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : আসন্ন ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে ভবানীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভবানীগঞ্জ পৌরসভায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত করতে যুবলীগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

মঙ্গলবার বিকেলে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডল মেয়রকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে একটি প্রচার মিছিল বের করে যুবলীগ। মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানে উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুনের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডল।

উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।

প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি, গনিপুর ইউনিয়ন আ’লীগের সদস্য অহিদুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, জেলা যুবলীগের সহ-সম্পাদক আবুল কাসেম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জোবায়ের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রানা, ভবানীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আইনুল হক, গনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, বাসুপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলতাফ হোসেন, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ রেজা আলম ইমন, গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আতাউর রহমান শ্যামল, যুবলীগ নেতা শাহীন রেজা, গুলজার হোসেন, নাহিদ হাসান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুল মালেক মন্ডলের সময়ে পৌরসভার যে উন্নয়ন সংগঠিত হয়েছে সে সব কথা তুলে ধরেন। আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে পৌরসভার অবশিষ্ট কাজ শেষ করতে আবারও ভোটারদের আহ্বান জানান বক্তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে