রাজশাহী বিভাগে করোনায় ১৯ জন শনাক্ত সুস্থ ৩০

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২১; সময়: ২:৫১ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে করোনায় ১৯ জন শনাক্ত সুস্থ ৩০

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় করোনায় নতুন করে ১৯ জন শনাক্ত হয়েছে। আর ৩০ জন সুস্থ হয়েছে। এদিন মারা যায়নি কোন রোগী। জেলায় করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ৩৭২ জনের মৃত্যু হয়েছে। আর রোববার পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬০০ জন।

এ বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৫৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২৫২ জন। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন।

ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৪ জন, নওগাঁয় ১১ জন, জয়পুরহাটে ১ জন, সিরাজগঞ্জে ২ ও পাবনায় ১ জন শনাক্ত হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জে ও বগুড়াতে কোন রোগী শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯ হাজার ৬৩৪ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৮৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮১৭ জন, নওগাঁয় ১ হাজার ৫৫৬ জন, নাটোরে ১ হাজার ১৯৯ জন, জয়পুরহাটে ১ হাজার ৩১৬ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৬১৭ জন ও পাবনায় ১ হাজার ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৭২ জন। এর মধ্যে রাজশাহীতে ৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, বগুড়ায় ২৩০ জন, সিরাজগঞ্জে ১৭ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২২ হাজার ৩৫৫ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ৫৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় ১ হাজার ৪৫৫ জন, নাটোরে ১০০০ জন, জয়পুরহাটে ১ হাজার ২৪৩ জন, বগুড়ায় ৮ হাজার ৮৫৯ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১৯৬ জন ও পাবনায় ১ হাজার ২৭৫ জন।

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে