ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ওয়ার্ড আ’লীগের কর্মীসভা

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০; সময়: ৮:৪৪ অপরাহ্ণ |
ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ওয়ার্ড আ’লীগের কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে বুধবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার ৩ এবং ৭ নং ওয়ার্ডে আ’লীগের পক্ষ থেকে নির্বাচনী অফিস উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে দুই ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল। ৭ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুলের সভাপতিত্বে ব্র্যাক মোড়ে নির্বাচন অফিস উদ্বোধন ও কর্মীসভার আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি আহসান হাবিব, জাহাঙ্গীর আলম হেলাল, রিয়াজ উদ্দীন আহম্মেদ, মরিয়ম বেগম, সদস্য হাবিবুর রহমান মটর, চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, চেয়ারম্যান আসলাম আলী আসকান, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আক্কাস আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আক্তারুজ্জামান বুলবুল, জয়নাল আবেদীন, সাফিনুর নাহার, চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, সাবেক কৃষি ও সমবায় সম্পাদক আব্দুস সালাম, গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, আ’লীগ নেতা হেলাল উদ্দীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

অপরদিকে ৩ নং ওয়ার্ডের কসবা সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আ’লীগের নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, সদস্য আব্দুল মান্নান, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, ৩ নং ওয়ার্ডের সভাপতি সাইদ আলী, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ। উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারীর নির্বাচনে পুনরায় আব্দুল মালেক মন্ডলকে মেয়র নির্বাচিত করার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

 

  • 65
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে