বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০; সময়: ৮:১৩ অপরাহ্ণ |
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খোন্দকার বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রুপ দিতে সকলকে একযোগে কাজ করতে হবে।

উন্নত বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন এসডিজি, প্রধানমন্ত্রী ১০ টি অগ্রধিকার প্রকল্পসহ বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়ে নিজকে দেশের উন্নয়নে সব সময় সম্পকিত রাখতে হবে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সুফিয়া খাতুন মিলি, সহকারি কমিশনার ভুমি নাজমুন নাহার প্রমূখ। পরে উপজেলা ভুমি অফিস ও গোদাগাড়ী পৌরসভা পরিদর্শন করেন। বিভাগীয় কমিশনারকে পৌরসভায় স্বাগত জানায় গোদাগাড়ী মেয়র মনিরুল ইসলাম বাবু।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে