চারঘাটে নবনির্মিত কৃষি প্রশিক্ষণ ভবন উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০; সময়: ২:৫৬ অপরাহ্ণ |
চারঘাটে নবনির্মিত কৃষি প্রশিক্ষণ ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার ১১ বছরের উন্নয়নের ছোয়া পড়েনি সারাদেশে এমন জায়গায় খুজে পাওয়া কঠিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি মোতাবেক দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।

উন্নয়নের ধারাবাহিকতায় সরকারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে চারঘাট উপজেলার রাস্তা-ঘাট, সৌর বিদ্যুৎ, উপজেলার প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান, একটি নতুন সরকারী টেকনিক্যাল কলেজ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও নদী তীরবতী এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৮০ কোটি টাকার বাঁধ নির্মানের জন্য একটি প্রকল্প অনুমোদন করেছেন।

বুধবার সকালে চারঘাট উপজেলায় গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে এক কোটি চার লক্ষ তেত্রিশ হাজার টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট নবনির্র্মিত উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

পরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১ শত ৪১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপ-বৃত্তির চেক বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রাণী কৈরি, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক একরামূল হক, উপজেলা যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুনসহ ৬টি ইউনিয়ন চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এরপরে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে