পুঠিয়ায় মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০; সময়: ২:০৩ অপরাহ্ণ |
পুঠিয়ায় মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : পুঠিয়ায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন তথ্য আপা প্রকল্পের (২য় পযার্য়) অধীনে করোনা কালীন সময়ে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের কামার ধাদাশ নামক স্থানে পুঠিয়া তথ্য কেন্দ্রের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, রিসোর্স পার্সন ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আব্দুল রাজ্জাক, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কামরুন নাহার, তথ্য সেবা সহকারী সাদীয়া সুলতানা পাখি ও রুবী খাতুন প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী পুরুষের সমতা আনয়নে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে তথ্য আপা প্রকল্প প্রনয়ন করেছেন।

  • 80
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে