বাঘায় শ্রমিকের কাজে গিয়ে বাড়ি ফিরলেন লাশ হয়ে

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০; সময়: ৮:০০ অপরাহ্ণ |
বাঘায় শ্রমিকের কাজে গিয়ে বাড়ি ফিরলেন লাশ হয়ে

নিজস্ব প্রতিবেদক, বাঘা : সকালে মাঠে কাজে গিয়ে সন্ধ্যার পর লাশ হয়ে বাড়ি ফিরলেন শ্রমিক । মঙ্গলবার (২৯-১২-২০) সোয়া ৬টায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়ার পর শ্রমিক আব্দুর রাজ্জাক (৬৫)কে মৃত ঘোষনা করেন জরুরি বিভাগের চিকিৎিসক। এর আগে সোয়া ৫টার দিকে চর এলাকার পলাশিফতেপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় পরিবার। সে আশরাফপুর গ্রামের পচা প্রামানিকের ছেলে।

আব্দুর রাজ্জাকের সহোদর ভাই শহদিুল ইসলাম জানান, চর এলাকায় লিটন নামের এক কৃষকের জমিতে দিন মজুরি হিসেবে কাজে গিয়েছিল। রাজ্জাকের সহকর্মীদের বরাত দিয়ে তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় কাজ থেকে ছুটি পেয়ে বাড়িতে আসছিল। পথি মধ্যে সে রাস্তায় বসে বিশ্রাম নেয়। পরে লোকমুখে জানতে পারেন তার ভাই আব্দুর রাজ্জাক রাস্তায় পড়ে আছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জরুরি বিভাগের চিকিৎসক নিবেদিতা চ্যার্টাজি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

  • 87
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে