পরিবেশ সুরক্ষায় রাজশাহীতে বৃক্ষ কর্তন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০; সময়: ৭:৫৭ অপরাহ্ণ |
পরিবেশ সুরক্ষায় রাজশাহীতে বৃক্ষ কর্তন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : পাখি, প্রাণপ্রকৃতি-প্রাণবৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরসহ সবুজ শহর রাজশাহীতে বৃক্ষকর্তন বন্ধের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টা ২০মিনিট হতে প্রায় ঘন্টাব্যাপী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই প্রতিবাদী কর্মসূচী পালিত হয়। রাজশাহীর তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস এ কর্মসূচির আয়োজন করে।

তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি মোঃ শামীউল আলীম শাওনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন, সেভ দ্যা নেচার এন্ড লাইফ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, এলিজাবল ইয়ুথ ফর ইভোলিউশন-আই সভাপতি মোঃ গোলাম নবী রনি, তানোরের স্বপ্নচারী উন্নয়ন সংগঠন সভাপতি মোঃ রুবেল হোসেন মিন্টু প্রমূখ।

এসময় তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের নারী নেত্রী রিনা আক্তার ও তার ছোটবোন মরিয়ম আক্তার, তানোরের স্বপ্নচারী উন্নয়ন সংগঠন সদস্য মোঃ রকি আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেনীপেশার প্রায় ২৫-৩০ জন অংশগ্রহন করেন। প্রতিবাদী মানববন্ধন চলকালে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে পাখি ও পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা গড়ে তুলতে লিফলেট বিতরণ করা হয়।

গত ২৮ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগ প্রাঙ্গণের গাছে পাখির আবাসস্থল থাকা সত্বেও গাছ কাঁটার অপচেষ্টা চলানো ও তাতে ব্যর্থ হয়ে গাছগুলোর ডাল কেঁটে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে ১৮ (ক) ধারা সংযোজনের মাধ্যমে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় অঙ্গীকার ঘোষিত হয়েছে। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ পাস করেছে।

মানববন্ধনে বক্তরা বলেন, প্রকৃতির প্রাণ হলো পাখি। পাখিবিহীন পৃথিবী কল্পনাও করা যায় না। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য্যই বাড়ায় না, বাস্তসংস্থান চক্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। যার ফলে সচল থাকে উৎপাদন প্রক্রিয়া। এভাবেই পাখি মানুষের জীবন এবং গোটা পৃথিবীর উপকার করে।

বক্তারা আরো বলেন, সবুজ শহর রাজশাহীর বিভিন্ন স্থানে বর্তমানকালে কারণে অকারণে বৃক্ষ কর্তন করা হচ্ছে। যাতে সবুজ নগরী তার সবুজ হারাতে বসেছে আর নির্মল বায়ুর শহরের বায়ুতে আজ ধুলিকণা বৃদ্ধি পাচ্ছে। তাই রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চল থেকে বৈচিত্র্যপূর্ণ সবুজ বৃক্ষ যেমন দিনে দিনে হারিয়ে যাচ্ছে ঠিক তেমনি অনেক প্রজাতির দেশি পাখিও প্রায় বিলুপ্তির পথে। এ জন্য বক্তারা রাজশাহীতে বৈচিত্র্যপূর্ণ সবুজ বৃক্ষ ও পুরাতন বৃক্ষ সংরক্ষণে আইন প্রনয়ণের দাবি জানান।

  • 44
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে