ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আ’লীগের নির্বাচনী অফিস উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০; সময়: ৭:৪৭ অপরাহ্ণ |
ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আ’লীগের নির্বাচনী অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম। প্রতীক বরাদ্দ এখন পর্যন্ত না পেলেও প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার ৬ এবং ৯ নং ওয়ার্ডে আ’লীগের পক্ষ থেকে উদ্বোধন করা হলো নির্বাচনী অফিস। এ অফিস থেকেই চলবে প্রচারণার কার্যক্রম।

প্রধান অতিথি হিসেবে ৯ নং ওয়ার্ডের কর্নিপাড়ায় এবং ৬ নং ওয়ার্ডের ভবানীগঞ্জ গোডাউন মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল।

৯নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার বিএসসি, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, চেয়ারম্যান আনোয়ার হোসেন, সদস্য লোকমান হোসেন, জাফর আহম্মেদ শিমুল, মিজানুর রহমান, সাফিনুর রহমান, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। অপরদিকে ৬ নং ওয়ার্ড আ’লীগের নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উপজেলা আ’লীগের শ্রম সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী, প্রমুখ।

উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারীর নির্বাচনে পুনরায় আব্দুল মালেক মন্ডলকে মেয়র নির্বাচিত করার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

 

  • 98
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে