৩১ ডিসেম্বরের মধ্যে রাসিকের বকেয়া পৌরকর পরিশোধ করলে ১৫% সারচার্জ মওকুফ
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০; সময়: ৭:১১ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের পৌরকর আদায়ে প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী পৌর কর আদায় ক্যাম্প বাসানো হয়েছে।
সম্মানীত মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১ শে ডিসেম্বর ২০২০ইং তারিখ পর্যন্ত আপনাদের নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প সকাল ৯.৩০ ঘটিকা হতে দুপুর ২.০০ পর্যন্ত বকেয়া পৌরকরের উপর ১৫% সারচার্জ মওকুফ এবং হাল পাওনার উপর বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন।
35