মোহনপুরে শিশু বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের করণীয় শীর্ষক সভা

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০; সময়: ৫:৫৩ অপরাহ্ণ |
মোহনপুরে শিশু বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের করণীয় শীর্ষক সভা

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নে শিশু বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদ হলরুমে মঙ্গলবার সকাল ১০ টায় সভা হয়। শিশু বিবাহ বন্ধে কিশোর কিশোরীদের কম্যুনিটি ক্যাম্পেইন বাস্তবায়ন শীর্ষক এই সভা ইউনিসেফ এর অর্থায়নে এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর বাস্তবায়নে আয়োজন করে।

এ সময় এসিডির প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম পায়েল, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ সচিব খায়রুল বাশার, ঘাসিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আথরাই কিশোর কিশোরী ফোরামের সদস্যবৃন্দ এবং এসিডির প্রোগ্রাম অফিসার হুমায়ুন কবির, জুলেখা খাতুন ও রুপম কুমার দেব। সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন মনিরুল ইসলাম পায়েল।

আলোচনা সভায় শিশু বিবাহ, শিশু বিবাহের কুফল ও শাস্তি। প্রজনন স্বাস্থ্য অধিকার, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে ও কিশোর কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে বাস্তব সম্মত কর্মপরিকল্পনা তৈরী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে