রাজশাহীতে আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০; সময়: ৫:৪২ অপরাহ্ণ |
রাজশাহীতে আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় করোনায় মোট ৩০ জন রোগী নতুন করে শনাক্ত হয়েছে। আর ৪৭ জন সুস্থ হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে বগুড়া জেলায় একজনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩০২ জন। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৬৫ জন এবং সুস্থ হয়েছেন ২২ হাজার ৯৪ জন।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৫৯ জন। মঙ্গলবার বুধবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন। ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৪ জন, চাঁপাইনবাগঞ্জ ২ জন, নওগাঁ ৩ জন, জয়পুরহাটে ২ জন, বগুড়াতে ১৬ জন, সিরাজগঞ্জে এক জন, পাবনায় ২ জন শনাক্ত হয়েছে। নাটোরে কোন রোগী শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯ হাজার ৫৫০ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৭৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮১৭ জন, নওগাঁয় ১ হাজার ৫১৫ জন, নাটোরে ১ হাজার ১৭৯জন, জয়পুরহাটে ১ হাজার ২৮৮ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৫৫৭ জন ও পাবনায় ১ হাজার ৫৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৬৫ জন।

এর মধ্যে রাজশাহীতে ৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, বগুড়ায় ২২৩ জন, সিরাজগঞ্জে ১৭ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২২ হাজার ৯৪ জন করোনা আক্রান্ত রোগী।

এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ৪৮২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় ১ হাজার ৪৩৪ জন, নাটোরে ৯৯৭ জন, জয়পুরহাটে ১ হাজার ২২৭ জন, বগুড়ায় ৮ হাজার ৭৪৮ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১৪৬ জন ও পাবনায় ১ হাজার ২৬৮ জন।

  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে