বাঘায় উপজেলা পর্যায়ে গোদ রোগের সামাজিক উদ্বুদ্ধকরণ সভা

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০; সময়: ৪:৩৯ অপরাহ্ণ |
বাঘায় উপজেলা পর্যায়ে গোদ রোগের সামাজিক উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক, বাঘা : ‘‘গোদ রোগে যত্ন নিলে বিকলাঙ্গতা থেকে মুক্তি মেলে’’ এ প্রতিপাদ্য নিয়ে, রাজশাহীর সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে, ফাইলেরিয়া রোগের প্রচার প্রচারণা ও সামাজিক আন্দোলন জোরদার করণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ফাইলেরিয়াসিস নির্মুল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর এবং লেপ্রা বাংলাদেশ এর রোগ নিয়ন্ত্রন শাখা, অ্যাসেন্ড প্রকল্পের (ইউকেএইড) আর্থিক ও কারিগরি সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় ভিডিও স্লাইডের মাধ্যমে বাংলাদেশে ফাইলেরিয়ার নির্মুল কর্মসূচির অর্জন ও বর্তমান অবস্থাসহ সংশ্লিষ্ট উপজেলার ফাইলেরিয়া পরিস্থিতি ও গোদ ব্যবস্থপণা এবং বিকলাঙ্কতা প্রতিরোধ বিষয়ে ধারণা দেওয়া হয়।

গোদরোগ ব্যবস্থাপনা ও বিকলাঙ্গতা প্রতিরোধে সামাজিক জনসম্পৃক্ততা ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনাকালে গোদ রোগীদের মনস্তাত্তিক ও সামাজিক সহায়তার পাশাপাশি চিকিৎসা প্রদানের বিষয়টি আশ^স্ত করে সপ্তাহের প্রতি মঙ্গলবার কমিউনিটি ক্লিনিকে যোগাযোগের কথা বলা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধমে সরকারের দৃষ্টি আকর্ষন করে মশা নির্মুলের দাবি করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু।

উপস্থিত ছিলেন, ফাইলেরিয়াসিস নির্মুল কর্মসূচির ও সিভিল সার্জন কার্যালর্য়ের প্রশিক্ষক (এমওসিএস), শিক্ষক, সমাজসেবক, জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও মিডিয়ার প্রতিনিধি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে