রাজশাহীতে যত্রছত্র তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে বিজ্ঞাপন

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০; সময়: ৫:০৬ অপরাহ্ণ |
রাজশাহীতে যত্রছত্র তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর যত্রছত্র তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে রাজশাহী মহানগরীসহ জেলার সর্বত্রই চলছে তামাকপন্য সংশ্লিষ্ট কোম্পানীর বিজ্ঞাপন।

জানা গেছে, তামাক নিয়ন্ত্রণে সরকারিভাবে আইন করা হয়েছে। কিন্তু এই বাস্তবায়নে সংশ্লিষ্টদের আইন প্রয়োগ তেমন একটা চোখে পড়ে না। পদক্ষেপ না থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে আইন লঙ্ঘন করে তামাক কোম্পানীগুলো আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিজ্ঞাপনে পোষ্টার, সাইনবোর্ডের পাশাপাশি টি-শার্টও ব্যবহার করছে।

এসব বিজ্ঞাপন এবং মাদক থেকে বিরত রাখতে কাজ করছে প্রতিভা বিকাশ কেন্দ্র নামের একটি উন্নয়ন সংস্থা। এই কর্তৃপক্ষ জানান, আইন লঙ্ঘন করে বিভিন্নভাবে রাজশাহীতে তামাকের প্রচারণা চালানো হচ্ছে। এ রকম ১৫টি অভিযোগ গত মাসে জেলা প্রশাসকের দপ্তরের দেয়া হয়েছে। যেখানে সচেতনমহল তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • 51
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে