পদ্মাপাড়ে নির্মাণাধীন দুইটি ওভারব্রিজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২০; সময়: ৮:০০ অপরাহ্ণ |
পদ্মাপাড়ে নির্মাণাধীন দুইটি ওভারব্রিজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ে দুইটি সুইচ গেটের সামনে ৯৪ লাখ টাকা ব্যয়ে দুইটি ওভারব্রিজ নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। রবিবার বিকেলে নির্মাণাধীন ওভারব্রিজ দুইটি পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রবিবার বিকেলে প্রথমে হযরত শাহ মখদুমের (রহঃ) মাজারের সামনে নির্মাণাধীন ওভারব্রিজ এবং এরপরে বড়কুটি এলাকায় নির্মাণাধীন ওভারব্রিজ পরিদর্শন করেন মেয়র। এ সময় মেয়র নির্মাণ কাজের অগ্রগতির সার্বিক খোঁজখবর নেন। ওভারব্রিজ দুইটি পরিদর্শন শেষে বড়কুঠির পাশে নির্মাণাধীন অ¯’ায়ী সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) এর কাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, উপ-সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ জাহিদুল ইসলাম জাহিদ, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান বাবুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • 59
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে