রুয়েটে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বেড়ে ৫৯৯ কোটি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২০; সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ |
রুয়েটে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বেড়ে ৫৯৯ কোটি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও উপকরণের জন্য প্রকল্পে বরাদ্দ বেড়ে ৫৯৯ কোটি ৩০ লাখ করা হয়েছে। পূর্বে এটি ৩৪০ কোটি ১৩ লাখ টাকা ছিল। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ‘রুয়েট অধিকতর উন্নয়ন প্রকল্প’ নামের এই উন্নয়ন প্রকল্পটির অনুমোদন দেয়া হয়।

রুয়েটের প্রকল্প পরিচালক প্রকৌশলী অমিত রায় চৌধুরী সোনার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এই প্রকল্পের আওতায় রুয়েটের ১৪টি ভবন করা হবে। এতে ১০ তলাবিশিষ্ট ১১টি ভবন করা হবে। দুটি ছাত্র ও দুটি ছাত্রী হল, চারটি একাডেমিক ভবন, একটি প্রশাসন ভবন, একটি স্টাফ কোয়ার্টার, এবং একটি শিক্ষক কোয়ার্টার থাকছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ২তলা থেকে ৫তলায় বর্ধিতকরণ, তিন তলাবিশিষ্ট চিকিৎসাকেন্দ্র এবং উপাচার্য ভবন নির্মাণ এর আওতায় রয়েছে।

রুয়েট উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল ইসললাম শেখ বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারিক ও গবেষণামূলক কর্মকা- সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ১০০ বছরের মাস্টার প্ল্যান করা হয়েছে। এতে অত্যাধুনিক উপকরণ স্থাপন করা হবে। গুণগত ও কারিগরি মানসম্মত শিক্ষা-ব্যবস্থা নিশ্চিত করে বিশ^মানের বিশ^বিদ্যালয় গড়ে তুলতে প্রধানমন্ত্রীর এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে