পুঠিয়ায় নৌকার বিজয় নিশ্চিত করতে নির্বাচনী ময়দানে জেলা আ.লীগের নেতারা

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২০; সময়: ১১:১৭ পূর্বাহ্ণ |
পুঠিয়ায় নৌকার বিজয় নিশ্চিত করতে নির্বাচনী ময়দানে জেলা আ.লীগের নেতারা

নিজস্ব প্রতিবেদক: পুঠিয়া উপজেলার নৌকার বিজয় নিশ্চিত করতে নির্বাচনী ময়দানে নেমেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল সোমবার (২১ ডিসেম্বর) বিকালে পুঠিয়া পৌর আওয়ামীলীগের নির্বাচনী এক সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা। এসময় সাবেক জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যক্ষ আ ন ম তাইজুল ইসলমের সভাপতিত্বে সভায় পৌর মেয়র ও নৌকা প্রতীকের প্রার্থী রবিউল ইসলাম রবি,

জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলার চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, পুঠিয়া পরিষদের উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাবেক বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ মোল্লা, পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

শাহরিয়ার রহিম, রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ জেলা ও থানা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতারা বলেন, আমাদের দল সুসংগঠিত আছে। দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিন রাত নিরালস পরিশ্রম করে যাচ্ছে। পুঠিয়া পৌরবাসী আবারো এই জনপদের উন্নয়নের জন্য নৌকায় বিজয় নিশ্চিত করবে। আমাদের আরও বেশি করে ঘর গোছানোর কাজটি করতে হবে।

নিজেদের মধ্যে বিভেদ থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। নেতাকর্মীরা সবাই একযোগে কাজ করছে তাই পুঠিয়া পৌরসভায় নির্বাচনে নৌকার বিজয় এখন নিশ্চিত। এ সময় জেলার বক্তারা জানান, পুঠিয়া শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর কাছে পরিচিত একটি জনপদ। এই পৌরসভায় প্রতিটি জায়গায় উন্নয়নের ছোঁয়া বিরাজমান। তাই উন্নয়নের ধারাবাহিকতায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রবিউল ইসলাম (রবির) বিজয় নিশ্চিত করতে দলটির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তরা বলেন, নেত্রী যাকে নৌকার প্রার্থী করেছেন, তাকে বিজয়ী করতে আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠকে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকতে হবে। তারা বলেন, এই নির্বাচন ঘিরে আপনাদের জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। প্রতিটি মানুষের কাছে যাবেন, ভোট চাইবেন। অবশ্যই সামাজিক সুরক্ষা নিশ্চিত করবেন। একইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরবেন। পুঠিয়া পৌরসভার উন্নয়ন গুলো তুলে ধরেই জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে।

 

  • 146
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে