তানোরে মুজিববর্ষে ময়না চেয়ারম্যানের উদ্যোগে ঘোড় দৌড়ের পুরুস্কার গরু-ছাগল

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০; সময়: ৮:২১ অপরাহ্ণ |
তানোরে মুজিববর্ষে ময়না চেয়ারম্যানের উদ্যোগে ঘোড় দৌড়ের পুরুস্কার গরু-ছাগল

সাইদ সাজু, তানোর : তানোরে মুজিববর্ষে ময়না চেয়ারম্যানের উদ্যোগে ২দিন ব্যাপি ঘোড় দৌড় প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে প্ররুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ফাইনাল খেলা শেষে বিজয়ী ১ম স্থান অধিকারীকে ১গরু ও ২য় স্থান অধিকারীকে ৪টি ছাগল প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী। তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

সংসদ সদস্য’র সহধর্মীনিসহ পারুল চৌধুরী, রাজশাহী জেলা আ’লীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার প্রমুখ।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শিসহ আয়োজক সুত্রে জানা গেছে, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না দীর্ঘদিন থেকে কলমা ইউনিয়ন এলাকার সালতলা জমির খোলা মাঠে ঘোড় দৌড় পতিজোগীতার আয়োজন করে আসছেন।

এলাকায় এই খেলা জনপ্রিয় হয়ে উঠায় এবছর তিনি আরো ব্যাপক ভাবে ঘোড় দৌড়ের আয়োজন করেন। এই প্রতিযাগীতায় রাজশাহী অঞ্চলের প্রায় ১২টি জেলার ১শ’ ৬০জন শিশু কিশোর যুবকরা নিজ নিজ ঘড়া নিয়ে প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।

গত ২দিনে বিভিন্ন এলাকার হাজার হাজার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঘোড় দৌড় প্রতিযোগীতা উপভোগ করেন। ঘোড় দৌড় প্রতিযোগীতায়কে কেন্দ্র এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। ঠেলা ঠেলি করে খোলা মাঠে হাজার হাজার মানুষ ঘোড় দৌড় প্রতিযোগীতা উপভোগ করেন।

  • 59
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে