সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষা সামগ্রী-খাবার এবং পঙ্গুদের হুইল চেয়ার দিলো “ছোট্ট স্বপ্ন’

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০; সময়: ৯:৫৫ অপরাহ্ণ |
সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষা সামগ্রী-খাবার এবং পঙ্গুদের হুইল চেয়ার দিলো “ছোট্ট স্বপ্ন’

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ৫০ জন পথশিশুর মধ্যে বই-খাতা, খাবার এবং ২ জন পঙ্গু শিশুকে হুইল চেয়ার বিতরণ করা হয়। শুক্রবার (৪ ডিসেম্বর) নগরীর ২৮ নং ওয়ার্ডে ফুলতলায় ছোট্ট স্বপ্নের উদ্যোগে বই-খাতা, খাবার এবং হুইল চেয়ার বিতরণ কর্মসূচী পালন করা হয়।

তিলোত্তমা এবং রাজশাহী বাইকার্স ক্লাব (আর.বি.সি.) এর সহযোগিতায় অনুষ্ঠানটি পালন করা হয়।

এসময় সংগঠনের মডারেটররা শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছোট্ট স্বপ্নের কনভেনর এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড.সুলতানা রাজিয়া, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন ইসলাম এবং কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: কাসেদুল্লাহ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ছোট্ট স্বপ্নের ৬ষ্ঠ ক্লাব ডিরেক্টর মাহমুদ হাসান ঈশান, এলামনাই সভাপতি রাফিউল ইসলাম, এবং ছোট্ট স্বপ্নের সভাপতি সাবিহা আক্তারসহ সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ।

রাজশাহী বাইকার্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক কাওসার আল ইমরান এবং তাদের সহকর্মীগন।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে