রাজশাহী অঞ্চলের করোনা পরিস্থিতি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০; সময়: ২:৫৪ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে মারা যায়নি কোন রোগী। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৩ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৫৮ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৪৬ জন এবং সুস্থ্য হয়েছেন ২০ হাজার ৯৬২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮২৯ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ২০ জন নাটোরে ২ জন, জয়পুরহাটে ৪ জন, বগুড়া ২৮ জন, সিরাজগঞ্জে ৩ জন, পাবনায় ২০ জন। নওগাঁ, চাঁপাইনবাগঞ্জে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি ।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৮ হাজার ৯৬১ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৫৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০৭ জন, নওগাঁয় ১ হাজার ৪২৪ জন, নাটোরে ১ হাজার ১৪০ জন, জয়পুরহাটে ১ হাজার ২১৫ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৩৯২ জন ও পাবনায় ১ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৪৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৫২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ২১২ জন, সিরাজগঞ্জে ১৫ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২০ হাজার ৯৬২ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ২২৭, চাঁপাইনবাবগঞ্জে ৭৮০ জন, নওগাঁয় ১ হাজার ৩৪৩ জন, নাটোরে ৯৬৮ জন, জয়পুরহাটে ১ হাজার ১৬৭ জন, বগুড়ায় ৮ হাজার ১৫০ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১২০ জন ও পাবনায় ১ হাজার ২০৭ জন।

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে