রাজশাহীর চারঘাটে ১৫টি পরিবারের গৃহ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০; সময়: ১০:৩৬ অপরাহ্ণ |
রাজশাহীর চারঘাটে ১৫টি পরিবারের গৃহ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার কেউ গৃহহীন থাকবে না। এই লক্ষে উপজেলা প্রশাসন নিরলসভাবে গৃহনির্মানের কাজ করে যাচ্ছে। রাজশাহীর চারঘাট উপজেলায় দুর্যোগ সহনীয় বাস গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়ানে গৃহ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বড়বড়িয়া গ্রামে এই কর্মসূচী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প সভাপতি ও ইউএনও সৈয়দা সামিরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা নিয়তি রানী কৈরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদস্য সচিব এম,এস শামীম আহম্মেদ, চারঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপ-সহকারী প্রকৌশলী পরিতোষ বিশ্বাস,কার্যসহকারী ফিরোজ জামান, চারঘাট ইউপি সদস্য জহুরুল ইসলাম, মহিলা মেম্বার জুলেখা বেগম ও সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে ইউএনও বলেন, উপজেলার ১৫টি গৃহনির্মানের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকীগুলো বাস গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে