নগরীতে ওয়ার্কার্স পাটির পক্ষ থেকে মাস্ক বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০; সময়: ৯:২৫ অপরাহ্ণ |
নগরীতে ওয়ার্কার্স পাটির পক্ষ থেকে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নগরীতে সাধারণ মানুষের মাঝে আরও এক হাজার পিস মাস্ক বিতরণ করেছে মহানগর ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ সব মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল মতিন, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, মিজানুর রহমান টুকু, মহানগর সদস্য আব্দুল খালেক বকুল, মহানগর ছাত্রমৈত্রীর সহ-সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক সম্রাট রায়হান, সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান প্রমুখ।

মাস্ক বিতরণকালে ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামানিক দেবু বলেন, করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরার কোন বিকল্প নেই। কিন্তুু হতাশাজনক হলেও সত্যি-নগরবাসীর মধ্যে মাস্ক পরা নিয়ে এক ধরনের শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে। যা আমাদের সকলের জন্য অত্যন্ত ভয়ানক! সুরতাং অদৃশ্য এই ভাইরাস থেকে বাঁচতে হলে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে। তাই ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমরা তৃতীয় ধাপে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করছি।

করোনা মহামারীতে রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছে ওয়ার্কার্স পাটি। দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নির্দেশনা মোতাবেক মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও লিফলেট বিতরণ করছেন স্থানীয় নেতারা।

 

  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে