তানোরে গ্রাম পুলিশদের আইন শৃংখলাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান ইউএনওর

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০; সময়: ৯:১৮ অপরাহ্ণ |
তানোরে গ্রাম পুলিশদের আইন শৃংখলাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান ইউএনওর

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গ্রাম পুলিশদেরকে আইনশৃংখলাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তানোর উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হওয়া বিভিন্ন গ্রামের গ্রাম পুলিশদের আইনশৃংখলাসহ মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতার সহিদ দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।

এসময় তিনি বলেন, আপনারাই সব চাইতে বেশী ভালো জানেন, কোন গ্রামের কোথাই কি হচ্ছে। তাই গ্রামের কোথাও কোন আইন বিরোধী কর্মকান্ড দেখা মাত্রই প্রশাসনকে জানানোর নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, তানোর উপজেলাকে মাদক মুক্ত, বাল্য বিয়ে ও যৌতুক মুক্ত উপজেলা ঘোষনা দেয়ার পাশাপাশি জঙ্গিবাদসহ আইনশৃংখলা পরিস্থিতি সঠিক রাখতে সকলকে ঐক্যবন্ধ ভাবে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে গ্রাম পুলিশদেরকে সকল প্রকার সহায়তা ও সহযোগীতা করার আশ্বাষ দেন তিনি।

  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে