রাজশাহীতে বিক্ষোভ ও পতাকা মিছিল

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০; সময়: ৯:১৫ অপরাহ্ণ |
রাজশাহীতে বিক্ষোভ ও পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে স্বাধীনতা বিরোাধী সাম্প্রদায়িক শক্তির ঔদ্ধত্য ও ধৃষ্ঠতাপূর্ণ উক্তির প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও রাজশাহীর সাংস্কৃতিক কর্মিরা। গতকাল মঙ্গলবার বিকেলে আলুপট্টি মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তারা এ প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি, মুক্তিযুদ্ধ মানেনি,স্বাধীনতা মানেনি,শহিদ দিবস মানেনি, তারা মুক্তিযুদ্ধের চেতনা মানেনি, এখন তারা স্বাধীনতার বর্ষপূতিতে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকেও মানে না। তারা এখন রাষ্ট্রদ্রোহিতার কাজে লিপ্ত। তাই রাষ্ট্রদ্রোহিতা কাজের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শািস্তর দাবি জানিয়েছেন তারা।

ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবি শাহিন আকতার রেনী, শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা, নাট্যজন ব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিক, ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ কামরুজ্জামান, সাংস্কৃতিক কর্মি কামারুল্লাহ সরকার কামাল প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণ করে রাজশাহী মহানগর সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, রাজশাহী থিয়েটার, রাজশাহী খেলাঘর, ভোরহলো, রাজশাহী জেলা ঋত্বিকঘটক ফ্লিমসোসাইটি, মহানগর যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীসহ অন্যান্য সংগঠন।

মানববন্ধন ও সমাবেশ শেষে এক বিক্ষোভ ও পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

 

  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে