পুঠিয়ায় মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০; সময়: ৫:১৩ অপরাহ্ণ |
পুঠিয়ায় মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক না পড়ায় জরিমানা করা হয়েছে। জরিমানা আদায়ের পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ ও সকলকে মাস্ক পড়া ও স্বাস্থ্য বিধি মেনে চলায় সতর্কতা করে উপজেলা প্রসাশন।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুঠিয়া বাজারে কোভিড-১৯ এর ২য় পর্যায়ের সংক্রমন বৃদ্ধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়। মাস্ক না পড়ায় ১২ জনকে মোট ২ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়৷

মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ, পুুুুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ জানান, সরকারের নির্দেশনায় ঘরের বাইরে বের হলে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • 509
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে