রাজশাহী অঞ্চলের করোনা পরিস্থিতি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০; সময়: ৩:২০ অপরাহ্ণ |
রাজশাহী অঞ্চলের করোনা পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বিভাগে বগুড়া জেলায় আক্রান্ত রোগি মারা গেছে একজন। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭৩ জন।

রোববার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫৮১ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৪০ জন এবং সুস্থ্য হয়েছেন ২০ হাজার ৭৬২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭৫২ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১৫ জন, নাটোরে ৮ জন, নওগাঁ ১০জন, বগুড়া ৩৬ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় মোট ১৩ জন। আর চাঁপাইনবাগঞ্জ ও জয়পুরহাটে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি ।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৮ হাজার ৮০১ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৪৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০৬ জন, নওগাঁয় ১ হাজার ৪১৩ জন, নাটোরে ১ হাজার ১৩১ জন, জয়পুরহাটে ১ হাজার ২০৩ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৩৭৬ জন ও পাবনায় ১ হাজার ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৪০ জন। এর মধ্যে রাজশাহীতে ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ২০৮ জন, সিরাজগঞ্জে ১৪ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২০ হাজার ৭৬২ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ১৭৭, চাঁপাইনবাবগঞ্জে ৭৮০ জন, নওগাঁয় ১ হাজার ৩৩১ জন, নাটোরে ৯৫২ জন, জয়পুরহাটে ১ হাজার ১৪৮ জন, বগুড়ায় ৮ হাজার ৫১ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১১৭ জন ও পাবনায় ১ হাজার ২০৬ জন।

  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে