সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২০; সময়: ৮:০০ অপরাহ্ণ |
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক

নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও খ্যাতিমান নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আলী যাকের।

তিনি ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যতে সাংস্কৃতিক অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো। মহান মুক্তিযুদ্ধ ও দেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মেয়র খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে