নিয়োগ বিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশন দাবিতে কর্মবিরতি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০; সময়: ৯:২৯ অপরাহ্ণ |
নিয়োগ বিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশন দাবিতে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন আয়োজনে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাট উপজেলায় নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশন দাবিতে কর্মবিরতি পালন করেছেন চারঘাটের স্বাস্থ্য সহকারীরা।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন চারঘাট শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে এই কর্মবিরতি অবস্থান করেন স্বাস্থ্য পরির্দশক, সহকারী স্বাস্থ্য পরির্দশক ও স্বাস্থ্য সহকারীবৃন্দরা।

বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন চারঘাট শাখার সভাপতি শেখ মখলেসুর রহমানের সভাপতিত্বে কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন চারঘাট শাখার সাধারন সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, সহ-সভাপতি সেলিম উদ্দিন,কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, সানোয়ার হোসেন, সাবিনা ইয়াসমিন ও রোকেয়া প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে ৬ই ডিসেম্বর স্বাস্থ্য পরির্দশক, সহকারী স্বাস্থ্য পরির্দশক ও স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে আমাদের বেতন বৈষম্য নিরসনের ঘোষনা দিয়েছিলেন। ২ জানুয়ারী ২০১৮ সালে ততকালীন স্বাস্থ্য মন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করেন। তারই অংশ হিসাবে টিকাদান বন্ধ করে সকাল ৮টা থেকে ২.৩০ মিনিট স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চত্বরে অবস্থান নেন।

তিনি আরো বলেন, হাম-রুবেলা অস্থায়ী টিকা দান কেন্দ্রের টিকা দান কার্যক্রম বন্ধ থাকবে এবং দাবি পুরনে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাববে বলে জানান।

 

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে