পুঠিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা শুরু

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০; সময়: ৮:৩৪ অপরাহ্ণ |
পুঠিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা শুরু

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : প্রথম ধাপে রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

ইতি মধ্যেই পৌরসভার নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।

আসন্ন পুঠিয়া পৌরসভায় প্রথম থেকেই এলাকায় মাঠ দাপাচ্ছেন অনেক মনোনয়ন প্রত্যাশীরা। প্রথম বারের মতো ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এই পৌরসভাতে নির্বাচন হয়েছিল। সেই হিসেবে চলতি বছরের শেষের দিকে এখন নির্বাচন হওয়ার কথা। সেই হিসাবে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তাই পৌর নির্বাচনে মনোনয়ন নিতে বেশ কয়েক মাস ধরেই বড় দুই দলের সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা শুরু করে। এবং জেলা ও কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন।

সম্ভব্য প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি করছেন শোডাউন ও উঠান বৈঠক। রাজনৈতিক মাঠের বাইরে থাকা বিএনপিও বসে নেই। তারাও নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন। তবে দলের অনুমতি পেলেই তারা নির্বাচন করবেন।

পৌরসভায় সবচেয়ে শক্তিশালী অবস্থাতে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা। তবে তেমন কোন তৎপরতা নেই বিএনপির।

মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ১১ জনের নাম। আলোচনায় সর্বসম্মতিক্রমে ওই ১১ জনের নামের একটি তালিকা জেলা আ’লীগ বরাবর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন, সাবেক জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ মো. গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর আ’লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, বর্তমান পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার শফিক হীরক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান সৌরভ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এবিএম শাখাওয়াত হোসেন বাসার, পৌর আ’লীগ নেতা খালিদ হোসেন লালন ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু।

এছাড়ও বিএনপির মনোনয়ন দৌড়ে রয়েছেন, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি আসাদুল হক আসাদ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খান, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, এবং সাবেক রাজশাহী জেলা ছাত্রদলে যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, তফসিল ঘোষণা হয়েছে। আমাদের পক্ষ থেকে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়া আছে।

  • 74
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে