পবায় হতদরিদ্র ২৮৫ পরিবারে বিনামুল্যে গরু বিতরণ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০; সময়: ৩:৩৭ অপরাহ্ণ |
পবায় হতদরিদ্র ২৮৫ পরিবারে বিনামুল্যে গরু বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ পবা এপির উদ্যোগে ২৮৫ পরিবারের মাঝে বিনামুল্যে ২৮৫টি বকনা গরু বিনামুল্যে বিতরণ করা হয়। যার মুল্য প্রায় ৭৭ লাখ টাকা। একই ভাবে তানোর ও গোদাগাড়ী উপজেলাতেও গরু বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে তারা করোনা শুরুর পর এলাকায় হাইজিন কিটস, শিশুদের বই-খাতা, শিশুখাদ্য ও নগদ অর্থ বিতরণ করেছেন। করোনা কালে এই সহায়তা পেয়ে দরিদ্র পরিবারগুলো খুশি।

গরু বিতরণ কালে উপস্থিত ছিলেন পবা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: মনিরুল ইসলাম, ওয়ার্ল্ডভিশনের এপিসি ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, টেকনিক্যাল স্পেশালিষ্ট ইফতেখার উদ্দিন, পবা প্রেসক্লাব সভাপতি কাজী নাজমুল ইসলাম, প্রোগ্রাম অফিসার কামরুল হাসান, লরেন্স মন্ডল, রতন কুমার ভৌমিক, সুজন ডেভিড গ্রেগরী, ফারুক হোসেন, মাসুদ রানা, গ্রেস রোজি হালদার, ভেন্ডর প্রশান্ত সরকার প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে