রাজশাহীতে বিপুল পরিমান নকল মশার কয়েল উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০; সময়: ২:৩১ অপরাহ্ণ |
রাজশাহীতে বিপুল পরিমান নকল মশার কয়েল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পুলিশের অভিযানে বিপুল পরিমান নকল চায়না মশার কয়েল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী নগরীর দামকুড়া থানার কাদিপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে রাত পনে নয়টায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এনামুল হক কনক (৪২) এর বাসায় নকল কয়েল উদ্ধার করা হয়। এনামুল হক ঐ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

অভিযানে মেসার্স রফিক এন্ড কোম্পানী প্রা: লিমিডেটের আমদানীকৃত চায়না (নো স্মোক) মশার কয়েলের হুবহু নকল মশার কয়েল সর্বমোট ১০০ টি কলাপাতা রংয়ের কাগজের কাটুন পাওয়া যায়। সকল মোড়কের গায়ে রপ্তানী যোগ্য বাওমা মশার কয়েল (নো স্মোক) লেখা রয়েছে। যার প্রতিটি কাটুনের ভিতরে ৬০ (ষাট) প্যাকেট করে মোট ৬ ছয় হাজার প্যাকেট পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা।

এ সময় জড়িত রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মারুফ উদ্দিন (৪৫), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার পিয়ারুল ইসলাম (৩৫), কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বাদী হয়ে রফিক এন্ড কোম্পানী প্রাইভেট লিমিটেডের রাজশাহী বিভাগীয় সেল্স ম্যানেজার গোলাম মোর্শেদ নগরীর দামকুড়া থানায় মামলা দায়ের করেছেন।

 

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে