রাজশাহীতে বেকার যুবতীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কোর্স

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০; সময়: ১০:৪৯ অপরাহ্ণ |
রাজশাহীতে বেকার যুবতীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কোর্স

নিজস্ব প্রতিবেদক : ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবতিদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে রাজশাহী নগরীতে সামাজিক কল্যাণ সংস্থার উদ্যোগে নারীদের পোষাক তৈরীর অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর ) বিকালে যুব উন্নয়ন অধিদপ্তর বোয়ালিয়ার সহযোগিতায় ৭ দিনব্যাপি যুব সামাজিক কল্যাণ সংস্থার প্রশিক্ষণ কক্ষে পোষাক তৈরী অপ্রাতিষ্ঠানিক কোর্সের উদ্বোধন করেন থানা যুব উন্নয়ন কর্মকতা এমএমএন জহুরুল ইসলাম।

সভাপতিত্ব করেন, সহকারী থানা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। প্রশিক্ষণ পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী, সামাজিক কল্যাণ সংস্থার ইয়ূথ গ্রুপের সভাপতি শ্রী বেহুলা দাস। প্রশিক্ষণ দিচ্ছেন, সামাজিক কল্যাণ সংস্থার প্রশিক্ষক রোকসানা খাতুন লিপি। এই পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্সে ২৫ জন যুব নারী অংশ নিচ্ছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে