বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণকারীদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০; সময়: ২:৩০ অপরাহ্ণ |
বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণকারীদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ঘন্টাব্যাপি এ মানববন্ধনের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল ও নির্মূল কমিটির রাজশাহী জেলা শাখা।

এসময় বক্তারা বলেন, ধর্মের পবিত্রতা রক্ষার নামে ধর্মের নামে সন্ত্রাসের রাজনীতি করে এই দেশের মৌলবাদী অপশক্তিরা। এইজন্য তারা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুকে নিয়েও কটাক্ষ করতে ছাড়ে না। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকি দেয়। অথচ এই দেশের প্রতিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি বাংলাদেশের স্বপ্নদষ্টা ও স্থপতি। শুধু তাই না, ইসলাম ধর্মেও ভাস্কর্য অপসারণের কথা বলা হয়না। শুধুমাত্র মৌলবাদী শক্তিরা দেশকে অস্থিতিশীল করতে ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে তারা এ ধরনের হুমকি দিচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ তা মেনে নিবে না। বক্তারা অবিলম্বে এ ধরনের ধৃষ্টতাপ্রদানকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

  • 50
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে