মুজিব বর্ষে গোদাগাড়ীতে দুর্যোগ সহনীয় বাড়ি পাচ্ছেন ২৮০ পরিবার

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০; সময়: ১০:৫৫ অপরাহ্ণ |
মুজিব বর্ষে গোদাগাড়ীতে দুর্যোগ সহনীয় বাড়ি পাচ্ছেন ২৮০ পরিবার

নিজস্ব প্রতিবেদক : মুজিব বর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের জন্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২৮০টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে মাটিকাটা ইউনিয়নে এ প্রকল্প উদ্বোধন করেন রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, মাটিকাটা ইউপি চেয়ারম্যান শহিদুল করিম শিবলী, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, রিসিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু সহ অন্যান্য ইউপি সদস্যগণ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পিআইও প্রকৌশলী আবু বাশির জানান, মুজিব বর্ষে “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে, কয়েক ধাপে সারাদেশে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় এবার গোদাগাড়ী উপজেলায় ২৮০ টি বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করলেন মাননীয় এমপি মহোদয়। প্রতিটি বাড়ির জন্য সরকারের বরাদ্দ ১ লক্ষ্য ৭১ হাজার টাকা। এই প্রকল্পের মোট বরাদ্দ হলো ৪ কোটি ৭৮ লক্ষ্য ৮০ হাজার টাকা। অল্প সময়ের মধ্যে বাড়ি নির্মাণ করে সেগুলো ভুমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তরের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

  • 103
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে