পবায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক জুম সেমিনার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০; সময়: ৫:৪৮ অপরাহ্ণ |
পবায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক জুম সেমিনার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক জুম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সহায়তাকারিদের এ জুম সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাকায় এ জুম সভায় অংশ নেন প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব গোলাম ফারুক, সাবেক সচিব আলী ইমাম মজুমদার, উপ-সচিব মাখলেছুর রহমান, এনআইএস ও জাইকা কনসালটেন্টবৃন্দ।

এদিকে পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এ প্রান্তে অংশ নেন উপজেলা সহকারি কমিশনার ভূমি শেখ এহসান উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, ওয়ার্ল্ডভিশন পবা এপি ম্যানেজার লরেন্স মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশরাফ আলী দেওয়ান, সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক ওমর আলী, সহকারি প্রধান শিক্ষক আখতার ফারুক, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ উদ্যাক্তা রেজাউল হক, সাংবাদিক সরকার দুলাল মাহবুব প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে