পুঠিয়ায় পেঁয়ারা ও মাল্টা গাছের প্রাণ নিলো দূর্বৃত্তরা

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০; সময়: ১:৩৩ অপরাহ্ণ |
পুঠিয়ায় পেঁয়ারা ও মাল্টা গাছের প্রাণ নিলো দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ৫০০ টি পেঁয়ারা ও মাল্টা গাছের প্রাণ নিয়েছে দূর্বৃত্তরা। বুধবার ( ১৮ নভেম্বর) রাতে পুঠিয়া উপজেলার শিবপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

৫০০ গাছের মালিক ইউপি সদস্য আব্দুল মালেক উপজেলার জায়গীরপাড়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে। কান্না জড়িত চোখে তিনি জানান, ১৪ মাস আগে মাঠের দেড় বিঘা জমিটি বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারা ও মাল্টা চাষের উদ্দেশ্যে ৫00 টি গাছ লাগাই। এই গাছে এখন পেয়ারাও ধরেছে। কিছু দিনের মধ্যেই সেগুলি বাজারজাত করা যেত।

তিনি জানান, এর বাজার দর আনুমানিক ৭ থেকে ১০ লাখ টাকা। কিন্তু পেয়ারা ও মাল্টা গাছের সাথে এমন শত্রুতা করা হলো। আমার সাথে কারো কোন ব্যক্তিগত শত্রুতা নেই। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। রাতের আধাঁরে কে বা কারা গাছ গুলো কেটেছে তা আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব ।

  • 67
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে