মোহনপুরে করোনা প্রতিরোধে দোকানপাট ও জনসমাগম বন্ধ ঘোষণা

প্রকাশিত: মার্চ ২৫, ২০২০; সময়: ৭:৫৭ অপরাহ্ণ |
মোহনপুরে করোনা প্রতিরোধে দোকানপাট ও জনসমাগম বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : বৈশ্বিক মহামারী প্রাণঘাতি  করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার সকাল থেকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর মোহনপুর উপজেলার সকল দোকানপাট ও জনসমাগম বন্ধ ঘোষনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানওয়ার হোসেন। গত ২৩ মার্চ উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে উপজেলার সকল প্রকার সাপ্তাহিক হাটবাজার বন্ধ ও মাক্রোক্রেডিট কার্যক্রম পরিচালনাকারী সকল এনজিওকে ক্ষুদ্র ঋনের কিস্তি উত্তোলন বন্ধ ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানওয়ার হোসেন  জানান,করোনা প্রতিরোধে কারণে গণজমায়েত এড়াতে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক হাটগুলো বন্ধ থাকবে। একই সাথে খাবার হোটেল, শপিংমলগুলোও বন্ধ থাকবে। তবে মুদি দোকান, কাঁচা বাজার,হাপাতাল এবং ওষুধের দোকান খোলা থাকবে। করোনা প্রতিরোধ করতে কোনো সাধারণ মানুষ যেন ঘরের বাইরে না থাকে সে জন্য উপজেলা প্রশাসন,পুলিশ,সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। ইউএনও আরো বলেন,সকলের সহযোগিতায় সম্মিলিতভাবে করোনা ভাইরাস প্রতিরোধ করতে চাই। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে