চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে রাসিক মেয়র লিটনের মতবিনিময়

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০; সময়: ৮:৫৭ অপরাহ্ণ |
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে রাসিক মেয়র লিটনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার বিকেলে সিডিএ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসিক মেয়রপত্নী বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী উপস্থিত ছিলেন।

সভার শুরুতে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে প্রদর্শিত ভিডিওচিত্র দেখেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় পতেঙ্গা সমুদ্র সৈকতের উন্নয়সহ চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং পারষ্পারিক সহযোগিতা প্রদানের ব্যাপারে নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার দুপুর ২টায় চট্টগ্রাম ক্লাবে পৌছালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও মেয়রপত্নী সমাজসেবী শাহীন আকতার রেনীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান চট্টগ্রাম সিডিএ এর চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষসহ অন্যান্য কর্মকাবৃন্দ। চট্টগ্রাম ক্লাবে মধ্যহ্নভোজ শেষে সিডিএ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাজশাহীর নগরপিতা।

মতবিনিময় শেষে রাসিক মেয়র ও মেয়রপত্নীকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেন সিডিএ এর চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ ও উর্ধ্বতন কর্মকর্তারা। এরপর সিডিএ এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠক পৃথক পৃথকভাবে রাসিক মেয়র ও মেয়রপত্নীকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ইয়াসমিন পারভীন তিবরাজী, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রকল্পের পরিচালক (পিডি) ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে