পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০; সময়: ৩:৩৫ অপরাহ্ণ |
পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পবা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি থেকে এ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার।

প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন ও রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান।

উপজেলা প্রশাসন ও পবা কৃষি সম্পাসারণ অধিদপ্তরের আয়োজনে পুনর্বাসনের জন্য ২শ’ জন কৃষককে গম, ১শ’ জন কৃষককে সরিষা, ২৫০ জন কৃষককে সূর্যমুখী, ২৫০ জন কৃষককে চিনাবাদাম, ২শ’ জন কৃষককে মসুর, ২শ’ জন কৃষককে খেসারী, ৫০ জন কৃষককে টমেটো ও ১শ’ জন কৃষককে মরিচ বীজ এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ১শ’ ৮০ জন কৃষককে বোরো ধান, ৩শ’ ৮০ জন কৃষককে গম, ১শ’ জন কৃষককে ভূট্টা, ৩শ’ জন কৃষককে সরিষা, ২৫০ জন কৃষককে সূর্যমুখী, ২০ জন কৃষককে চিনাবাদাম, ২০ জন কৃষককে মুগ (শীতকালিন), ১শ’ ৪০ জন কৃষককে পেঁয়াজ ও ২৬০ জন কৃষককে মুগ (গ্রীষ্মকালিন) বীজ বিতরণ করা হয়।

২০২০-২১ অর্থ বছরে এই উপজেলায় ২ হাজার ৭৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে